Collection Hemanta Mukherjee
Poth Harabo Bolei Ebar Lyrics | পথ হারাবো বলেই Lyrics
Lyrics Forest 529
Poth Harabo Bolei Ebar Lyrics | পথ হারাবো বলেই lyrics (Primary language)
পথ হারাবো বলেই
এবার পথে নেমেছি
সোজা পথের ধাঁধাঁয়
আমি অনেক ধেঁধেছি
পথ হারাব বলেই
এবার পথে নেমেছি
নিষেধের পাহারাতে
ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে
আমায় ডেকে ডেকে
নিষেধের পাহারাতে
ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে
আমায় ডেকে ডেকে
নয়ন মেলে পাবার
আশায় অনেক কেঁদেছি
এই নয়নে পাব
বলেই নয়ন মুদেছি
সোজা পথের ধাঁধাঁয়
আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই
এবার পথে নেমেছি
চেনা শোনা জানার মাঝে
কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই
আবার খুঁজি নিজে,
সে যে গান শুনিয়েছিল
হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে
হৃদয় হল সোনা
সে যে গান শুনিয়েছিল
হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে
হৃদয় হল সোনা
রাগের ঘাটে ঘাটে
তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই
সেতার সুরে বেঁধেছি
সোজা পথের ধাঁধাঁয়
আমি অনেক ধেঁধেছি
পথ হারাবো বলেই
এবার পথে নেমেছি
Poth Harabo Bolei Ebar Lyrics | পথ হারাবো বলেই lyrics in English
Poth harabo bolei
Ebar pothe nemechi
Soja pother dhaday
Ami onek dhedechi
Poth harabo bolei
Ebar pothe nemechi
Nisedher paharate
Chilem rekhe dheke
Se kokhon geche fire
Amay deke deke
Nisedher paharate
Chilem rekhe dheke
Se kokhon geche fire
Amay deke deke
Noyon mele pabar
Asay onek kedechi
Ei noyone pabo
Bolei noyon mudechi
Soja pother dhaday
Ami onek dhedechi
Poth harabo bolei
Ebar pothe nemechi
Chena sona janar majhe
Kichui chini ni je
Ochenay haraye tai
Abar khuji nije
Se je gaan suniyechilo
Hoyni sedin sona
Se gaaner porosh lege
Hridoy holo sona
Rager ghate ghate
Tare michei sedhechi
Sur harabo bolei
Setar sure badhechi
Soja pother dhaday
Ami onek dhedechi
Poth harabo bolei
Ebar pothe nemechi